জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় জনতার ঢল

5

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় উৎসুক জনতার ঢল নেমেছে। ১৬ আগষ্ট মঙ্গলবার জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বাদাউড়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হবিবপুর পবন, ইশবশাহ তরী, শেরপুরের কুশিয়ারা তরী, গোতগাঁওয়ের রঙিন পবন, জগন্নাথপুরের জল পবন, শাহজালাল এর তরী, শান্তিগঞ্জ উপজেলার বীর পবন, বীর বাংলা, নবীগঞ্জ উপজেলার পঙ্খিরাজ, দিরাই উপজেলার গিয়াস উদ্দিন সহ মোট ১০টি প্রতিযোগি নৌকা অংশ গ্রহণ করে।
নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন শালিসি ব্যক্তি আবদুল আজিজ। এতে সার্বিক সহযোগিতা করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, সাবেক পৌর কমিশনার তাজুল ইসলাম সাচ্চা, প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শফিকুর রহমান, সেলিম আহমদ, জুয়েল রানা প্রমুখ। প্রতিযোগিতায় ৪টি ফ্রিজার পুরস্কার দিয়ে উৎসাহিত করেন সাবেক জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, প্রবাসী দুলদুল রানা, আবদুল গফুর ও সুফিয়ান মিয়া। এছাড়া প্রতিযোগিদের নগদ টাকা দিয়ে উৎসাহিত করেন হাজী হাসান।
এদিকে-দিন ব্যাপী গ্রাম বাংলার জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার উৎসুক জনতার ঢল নামে নদী পাড়ে। এতে লোকে লোকারণ্য হয়ে উঠে নদীর আশপাশ এলাকা।