বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক ————– জেলা ও মহানগর জমিয়ত

55

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, বিশ্ববাজারে বর্তমানে জ্বালানী তেলের দাম রেকর্ড পরিমানে কমেছে। বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম পূর্বের তুলনায় অনেক কম, সে হিসেবে বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ এবং প্রশাসনিক ব্যয় কমিয়ে বিদ্যুতের দাম দেড় টাকা কমানো সম্ভব বলে নেতৃবৃন্দ মনে করেন। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিদ্যুতের দাম বৃদ্ধির চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায়না। বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনগণের উপর জুলুম করা হবে বলে মন্তব্য করেন। বিজ্ঞপ্তি