ফেঞ্চুগঞ্জে পুলিশি বাধায় যুবদলের সভা পণ্ড

9

ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশি বাধায় যুবদলের প্রতিনিধি সভা পন্ড হয়েছে। এ সময় উত্তেজিত নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তিতে যুবদলের দুই নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার বেলা আড়াইটার দিকে উত্তর কুশিয়ারা ইউনিয়নের ক্রিস্টাল কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেটের প্রতিটি উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে যুবদলের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতারা প্রতিনিধি সভা চালিয়ে যাচ্ছেন। এরই লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধি সভার দিনক্ষণ ছিল আজ রবিবার। স্থানীয় নেতাকর্মীরা উত্তর কুশিয়ারা ইউনিয়নের ক্রিস্টাল কমিউনিটি সেন্টার ভাড়া করেন প্রতিনিধি সভা সফলের জন্য। সকাল থেকে দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। পুলিশ এ সময় তাদের বাধা প্রদান করে বলে যুবদলের নেতারা অভিযোগ করেছেন। বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার নেতারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হলে প্রবেশ করতে চাইলে পুলিশ আবারো বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের ধস্তাধস্তিতে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান নেছার ও উপজেলা যুবদল কর্মী রাজু আহমদ আহত হন। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরে যুবদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করতে না পেরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। শেষে এক পথসভার আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু। সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা শহিদুল্লাহ তালুকদার, সহ সভাপতি আনছার উদ্দিন, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াস, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
পথসভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সদস্য আক্তার আহমদ,মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, সাঈদ আহমদ, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, অলি উর রহমান, ফখরুল ইসলাম রুমেল, মাহফুজ চৌধুরী, জি এম বাপ্পি মকসুদল করিম নুহেল,মহানগর সদস্য এহতেশামুল হক সবুজ, উসমান গনী, মতিউর রহমান আফজল,আমিনুল ইসলাম আমীন, এস এম পলাশ প্রমুখ। (খবর সংবাদদাতার)