কানাইঘাটে সৎমা কর্তৃক ৪ বছরের শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা

41

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে এক সৎ মা কর্তৃক ৪ বছরের শিশু মেয়ে আফসানা বেগমকে শ^াসরুদ্ধ করে হত্যার অভিযোগ Nasimaপাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার সকাল অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির বাখালছড়া গ্রামে। ৪ বছরের নিষ্পাপ শিশুকে সৎ মা কর্তৃক গলা টিপে নির্মম ভাবে হত্যার ঘটনায় এলাকা জুড়ে জনমনে শোকের ছায়া নেমে এসেছে। কানাইঘাট থানা পুলিশ ঘাতক সৎ মা নাসিমা বেগম (২০) কে গ্রেফতার করেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাখালছড়া গ্রামের আলমগীর হোসেন তার প্রথম স্ত্রী খালেদা বেগমকে আড়াই বছর পূর্বে ডিভোর্স দেন। পরবর্তীতে আলমগীর একই গ্রামের নাসিমা বেগমকে বিয়ে করে। ১ম স্ত্রী খালেদা বেগমের গর্ভের সন্তান আফসানা বেগম তার সৎ মা নাসিমা বেগমের সাথে বসবাস করত। প্রায়ই সৎ মা নাসিমা বেগম শিশু আফসানা বেগমকে নির্যাতন করত। নাসিমা বেগমের স্বামী আলমগীর হোসেন অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করলে এই সুযোগে গতকাল সোমবার তার দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম শাশড়–ী আম্বিয়া বেগমের অনুপস্থিতে সৎ মেয়ে আফসানা বেগমকে নির্জন বসত ঘরে গলা টিপে শ^াসরুদ্ধ করে হত্যা করে লাশ শয়ন কক্ষে কাঁথা মুড়ি দিয়ে ঢেকে রাখে। বাড়ীতে এসে আম্বিয়া বেগম নাতনি আফসানা বেগমের কোন সাড়া শব্দ না পেয়ে পুত্রবধূ নাসিমা বেগমের কাছে তার নাতনি কোথায় রয়েছে জানতে চাইলে সে একেক সময় একেক কথা বলে। এতে সন্দেহ হলে বসত ঘরের একটি কক্ষে ঢুকে নাতনি আফসানা বেগমের নিতর দেহ পড়ে থাকতে দেখে দাদী আম্বিয়া বেগম শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে নাসিমা বেগমকে আটক করলে সে নিজে সৎ মেয়ে শিশু আফসানাকে গলাটিপে হত্যা করেছে বলে জানায়। সাথে সাথে ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে এলাকাবাসী অবহিত করলে থানার এসআই রাজীব মন্ডল ঘটনাস্থলে গিয়ে গতকাল সোমবার সকাল ১১টার দিকে শিশু আফসানা বেগমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং হত্যাকারী নাসিমা বেগমকে গ্রেফতার করেন। পোষ্ট মডামের জন্য শিশু আফসানার লাশ সিলেট সিওমেক মর্গে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আফসানার মা খালেদা বেগম কানাইঘাট থানায় বাদী হয়ে নাসিমা বেগমকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, সৎ মা নাসিমা বেগম শিশু আফসানাকে শ^াসরুদ্ধ করে হত্যা করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। নাসিমা বেগমের দেড় বছরের একটি শিশু রয়েছে, বর্তমানে সে ৯ মাসের অন্তঃসত্ত্বাও। নাসিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।