স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বিভাগীয় কমিশনার ॥ ইউনিয়ন স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে

27

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রকে Emran Photo-13-9-17যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যেসব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে  আসবাবপত্র ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন সেগুলো সরকারের পক্ষ থেকে দেয়া হবে। ইউনিয়ন স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। একজন সন্তানকে পৃথিবীতে আনতে সকলের প্রচেষ্টায় ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। দালালদের খপ্পড়ে পড়ে অনেকে সিজারিয়ান অপারেশন করতে বাধ্য হন। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ভালো জাতি গঠনে সুস্থ্য মায়ের বিকল্প নেই। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উন্নয়নে জনপ্রতিনিধিরা সমাজের বিত্তবানদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
বিভাগীয় কমিশনার বুধবার সকালে সিলেটে বিভাগীয় সম্মেলন কক্ষে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (এমসিএইচ) সার্ভিসেস এর পরিচালক ডা. মোহাম্মদ শরীফ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক মো. কুতুব উদ্দিন, সিলেট বিভাগের (স্বাস্থ্য) পরিচালক ডা. মো: ইসমাইল ফারুক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (এমসিএইচ) ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, শিক্ষা অফিসার জিয়াউদ্দিন মোহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমারা পান্না, মোল্লাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ মখন মিয়া, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, কামালবাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, বরইকান্দি ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাসুম, তেতলী ইউপি প্যানেল চেয়ারম্যান মো: ফারুক মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম.এ. খালিক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বিভাগীয় কমিশনার মসজিদের পেশ ইমাম আলমগীর হোসেন। বিজ্ঞপ্তি