সরকারের হাতে যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে —— মাহমুদ উস সামাদ এমপি

40

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকারের হাতে যথেষ্ট খাদ্য সামগ্রী মজুত রয়েছে। খাদ্য নিয়ে কোন হতাশা হওয়ার কোন কারণ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত কোন মানুষ না খেয়ে থাকবে না। ক্ষতিগ্রস্তদের ভিজিএফ, ভিজিটি ও জিআর-এর চাল বিতরণ করা হচ্ছে। চাল নিয়ে কোন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা নেই। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের আন্তরিকতার মাধ্যমে প্রকৃত দুস্থ ব্যক্তিগণ ত্রাণ সামাগ্রী পাচ্ছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বুধবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, ঘিলাছড়া ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভিজিএফ, ভিজিটি ও জিআর-এর চাল বিতরণ পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনিছুর রহমান, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান আশরাফ বাবুল, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাসিত, উত্তর কুশিয়ারা ইউপি প্রশাসক আব্দুল্লাহ মোঃ সাইদুর রহমান শামীম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি প্রশাসক কামাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম পংকি, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিজন দেবনাথ, আওয়ামীলীগ নেতা শাহজাহান শাহ, মুহিবুর রহমান, নাসির উদ্দিন রিজু, আব্দুল আহাদ, সমস উদ্দিন, ইছরাব আলী, সেকুল আহমদ, রায়হান আহমদ, মিনহাজ উদ্দিন, রুহুল আমীন, সুকান্ত দেবনাথ, জয়নাল আবেদীন, জিল্লুর রহমান, আব্দুল আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুনেদ আহমদ, জুনেল আহমদ, সাজ্জাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি