ছাতকে পরিবহন ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে

23

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ৯ আগষ্ট থেকে টানা চার দিনের ভারিবর্ষণ ও বৈরী আবহাওয়ার মধ্যে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘটে যাত্রিরা সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন। শুক্রবার বিকেল থেকে দূরপাল্লার বাস, মিনিবাস, অটোটেম্পু, অটোরিক্সাসহ সব ধরণের যাত্রিবাহি যানবাহন জেলার অভ্যন্তরীণ সবগুলো সড়কে চলাচল বন্ধ রাখা হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলকারি পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার বেলা আড়াইটায় এ ধর্মঘটের ডাক দেন। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে হাজার হাজার যাত্রিরা গন্তব্যে পৌছতে চরম দূর্ভোগে পড়েন। প্রবল বৃষ্টির মধ্যে উপজেলার ছাতক শহর, গোবিন্দগঞ্জ, ধারণ, জাউয়াসহ উপজেলার বিভিন্ন সড়কে হাজার হাজার যাত্রি মহিলা ও শিশু সন্তানসহ বৃষ্টিতে ভিজে পায়ে হেটে গন্তব্যে পৌছার চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে মহিলাদের দুর্গতি যেন সীমাহীন। ধর্মঘট উপেক্ষা করে দুয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা রাস্তা যাত্রীর উপচে পড়া ভিড়ে তারা দ্বিগুণের ও অধিক ভাড়া গুণছে। এ যেন মরার উপর খাড়ার ঘাঁয়ের ন্যায় পরিস্থিতি। শনিবার সকালে আবদুল হক নামের এক যাত্রী প্রতিবেদককে জানান, বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ছাতক ট্রাফিক পয়েন্টে গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষার পর পরিবহন ধর্মঘটের প্রভাবে দুয়েকটি সিএনজি পেলে দ্বিগুণ ভাড়া দিয়েও যাত্রিদের ভিড়ে সিট পাওয়া যায়নি। সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক গ্র“পের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা ইউপি চেয়ারম্যান নুরুল হক জানান, শুক্রবার সকাল ১১টা থেকে সুনামগঞ্জ কেন্দ্রিয় বাস টার্মিনালে মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক ডাকা হয়। বৃহস্পতিবার জেলা পরিষদ কর্তৃক টার্মিনালে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নামে ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে এ বৈঠক ডাকা হয়েছিল। ওইদিন বিকেলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক বিবৃতিতে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সুনামগঞ্জ কেন্দ্রিয় বাস টার্মিনালের ভেতরে মার্কেট নির্মাণ বন্ধকরণ, বাস টার্মিনালের সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনালে প্রবেশ ও বের হবার সড়ক সংস্কার, বাস টার্মিনালে যাত্রী ছাউনি নির্মাণ ও পুকুর ইজারা বন্ধ করে গাড়ী রাখার স্থান বৃদ্ধিকরণ, ভাঙচুরকৃত কাউন্টার পূর্বের স্থানে পুনঃনির্মাণ ও বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবি জানানো হয়।