বৃক্ষায়নের মাধ্যমে পরিবেশ দূষণ ঠেকানো সম্ভব – আতাউর রহমান পীর

87

জলবায়ু বিপর্যয়ের প্রধান কারণ ব্যাপক হারে বৃক্ষ নিধন, বনভূমি উজাড়, পাহাড় কেটে সমতল করায় জলবায়ু বিপর্যয়ের প্রতিক্রিয়ায় ভূমিকম্প, বন্যা, খরা, সাইক্লোন ও ভূমিধসের মতো দুর্যোগ প্রতিবছরই মোকাবেলা করতে হচ্ছে। এ দেশের বনাঞ্চলগুলো ক্রমেই উজাড় হচ্ছে। গাছ কেটে মানুষ বিরাণভূমিতে পরিণত করছে। বনায়নের উপযোগী ভূমিতে পরিকল্পিতভাবে বৃক্ষায়নের মাধ্যমে পরিবেশ দূষণ প্রক্রিয়া ঠেকানো সম্ভব, তাই আমাদের সবার কম পক্ষে দুটি করে গাছ লাগানো উচিত। বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারে দিন ব্যাপি কর্মসূচী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রোটারী ডিষ্ট্রিক্ট গভর্ণর (২০১৯.২০) লেঃ কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর উপরোক্ত কথা গুলো বলেন।
শনিবার ২৯ জুলাই রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ার প্রতিবছরের ন্যায় তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দদের নিয়ে দিন ব্যাপি জাকজমকপূর্ণ কর্মসূচির মধ্যে স্কুলের পুরো মাঠ ঘিরে বনজ বৃক্ষ রোপণ, ছাত্রছাত্রীদের মধ্যে খাবার বিতরণ, পরিবেশ বিপর্যয় এবং প্রতিকার শীর্ষক আলোচনা এবং রোটারী চারিধারা পরীক্ষা নিয়ে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি আংশুমান ভট্টাচার্য্য রাখুর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিষ্ট্রিক্ট গভর্ণর (২০১৯-২০) লেঃ কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ জাকির আহমদ চৌঃ, এসিসট্যান্ট গভর্ণর রোটাঃ প্রফেসর জয়ন্ত কুমার দাস, রোটাঃ পিপি রাজিব দাস রুপম, রোটাঃ পিপি ছালিক উদ্দিন, রোটাঃ পিপি নজরূল ইসলাম, রোটাঃ ফয়ছল করিম মুন্না, ক্লাব সেক্রেটারী রোটাঃ ছাদ উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মুহিতুর রহমান রনি, রোটাঃ আজিজুল ইসলাম, রোটাঃ আবুল হোসেন, রোটাঃ সৈয়দ কামরুজ্জামান, রোটাঃ আলতাফ হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাহাত আহমদ এবং স্কুলের প্রধান শিক্ষক মতিলাল পুরকায়স্থ সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিজ্ঞপ্তি