রোটারী ক্লাব অব জালালাবাদের অভিষেক অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক ॥ মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে রোটারী আজীবন মানবতার জন্য কাজ করে যাবে

53

পিএসসির চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক বলেছেন, বাংলাদেশের একটি সংবিধান, একটি মানচিত্র ও একটি DSC_0140 copyপতাকাকে রচনা করতে যেভাবে এদেশের ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে, দুই লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, সেভাবে বাংলাদেশকে গড়তে রোটারিয়ানরা কাজ করে যাবে। রোটারী বন্ধুত্ব, সহযোগিতায় কিংবা পারস্পরিক অনুপ্রেরণা প্রদানে যে দৃষ্টান্ত স্থাপন করছে তা নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে। মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে রোটারী আজীবন মানবতার জন্য কাজ করে যাবে।
রোটারী ক্লাব অব জালালাবাদ-এর উদ্যোগে গত শুক্রবার সিলেট স্টেশন ক্লাবের হল রুমে আয়োজিত ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুই পর্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রোটারিয়ান এডভোকেট মুজাক্কির হোসেন কামালী এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান হানিফ মোহাম্মদ। অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান পিপি প্রফেসর ডা. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট নমিনী রোটারিয়ান লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর, ক্লাবের এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি প্রফেসর ড. তোফায়েল আহমদ। অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মুজাক্কির হোসেন কামালী দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহান্মদের কাছে কলার হস্তান্তর করেন এবং বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান রুমেল এম এস পীর নির্বাচিত সেক্রেটারী মাহবুবুল আলম মিলনের কাছে ক্লাব চার্টার হস্তান্তর করেন এবং দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী মাহবুবুল আলম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে রোটারী ক্লাব জালালাবাদের অর্থায়নে কৃত্রিম পা সংযোজন কেন্দ্র থেকে দুর্ঘটনায় পা হারানো দুইজন মেধাবী শিক্ষার্থীর মধ্যে কৃত্রিম পা সংযোজন করা হয়। কৃত্রিম পা সংযোজনের লক্ষ্যে একটি স্লাইড দেখানো হয়। স্লাইডটি পরিচালনা করেন ডা. এস এম সাইদুর রহমান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি সিরাজুল ইসলাম ফারুক এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পিপি শফিক আহমদ বখত এবং রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়াইব আহমদ মতিন। এছাড়া অভিষেক অনুষ্ঠানে রোটারী ক্লাব অব জালালাবাদে চারজন্য নতুন সদস্য অন্তর্ভুক্ত হন। তাঁরা হলেন, রাশেদা নাজনীন, শম্পা বেগম, জুনেদ আহমদ, জালাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রজেক্টর রিপোর্ট পেশ করেন যথাক্রমে রোটারিয়ান পিপি মাহবুব সোবহানী চৌধুরী, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান আখতার হোসেন, রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর, রোটারিয়ান ইমরান কামাল বুলবুল। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের পরিচয় তুলে ধরেন রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদনমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার (অব) ডা. তোজাম্মেল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি