পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের নানামুখী অবদান রয়েছে – শিপলু

6

বরইকান্দি সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজ শেষে বরইকান্দি ছয়ফুর রহমান ছাত্রাবাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তরুণ চিকিৎসক ও সংগঠক ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
প্রধান অতিথির অতিথির বক্তব্যে ডা. শিপলু বলেন, গাছ আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত, আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের নানামুখী অবদান রয়েছে। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপণের উপর জোর দিয়েছেন। তাই প্রকৃতির প্রয়োজনে আমাদের সকলকে গাছ লাগানোর প্রতি মনোযোগী ও যত্নবান হতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল আহমদ, সংগঠনের সভাপতি ছাত্রনেতা শামীম আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সোহাগ, সহ-সভাপতি সোহানুর রহমান টিপু, ২৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাগর আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি