তরুণদের মহৎ প্রাণের কোন উদ্যোগ ব্যর্থ হতে পারে না —- মুসা ইব্রাহিম

53

প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম বলেছেন, তরুণদের মহৎ প্রাণের কোন উদ্যোগ ব্যর্থ হতে পারে Sky Mini Merathonনা। তিনি বলেন, এই পৃথিবীর ইতিহাসে যারাই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হয়েছেন তারা সকলেই তৃণমূল থেকে উঠে আসা মানুষ ছিলেন। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বেচ্ছাশ্রমের মূল্য হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়। কোন কিছুর বিনিময়ে তা পাওয়া যায় না। মুসা ইব্রাহিম সিলেট স্কাই মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আশাব্যক্ত করে বলেন, আজকের তরুণদের মধ্য থেকেই অলিম্পিকে স্বর্ণজয় সম্ভব। তিনি তরুণদের লক্ষ্য স্থির করে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত স্কাই মিনি ম্যারাথনের স্বেচ্ছাসেবী ও সফল দৌড় সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। নগরীর জিন্দাবাজারে অবস্থিত নজরুল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন যুগান্তর সিলেট ব্যুরো প্রধান ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ও স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়ক প্রভাষক প্রণবকান্তি দেব। জেলা স্বজনের সভাপতি মবরুর আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবিনয় আচার্য্যরে উপস্থাপনায় বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হাসনাত আবেদীন, ঝর্ণা চৌধুরী, শাওন আহমদ, সোহান মিয়া, অজয় বৈদ্য অন্তর, নুরুল আমীন। আলোচনা শেষে উপস্থিত স্বেচ্ছাসেবী এবং ম্যারাথন অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে সফল ফিনিশারদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি