ফেরদৌসী খানম রীনা
তোমার হয় না তুলনা,
তুমি আমার সুখের ঠিকানা।
তোমার বুকে জন্ম নিয়ে গর্ব করি,
তোমার ভালোবাসায় জীবন গড়ি।
কি মধুর তোমার মমতার ছায়া!
বিমুগ্ধ আমি আনন্দিত আমার হিয়া।
সারাদিনময় তোমাতেই বসবাস,
আর তোমাতেই আমার বিকাশ।
মনে পড়ে শৈশবের সেই মধুর দিনগুলি,
ছবি আঁকতাম তোমার দিয়ে রংতুলি।
ভাবছি এখন সেই সব কথা।
পড়লে মনে লাগে ব্যথা।
ফুলে, ফলে ভরা তোমার বাগান,
স্বর্গের সুখ যেন অনন্য ভুবন।
পাখির কাকলিতে উদাস হয় প্রাণ,
অনন্য, অতুলনীয় খোদার শ্রেষ্ঠ দান।
স্বপ্ন দেখি আমার গাঁ’কে নিয়ে
আমার গাঁ সাজানো রঙিন ফুল দিয়ে।
তোমায় নিয়ে স্বপ্ন কত যে হাজার,
মনের মাঝে আঁকি শুধু বারবার।
আমার গাঁ ভরে উঠবে সুখ-সমৃদ্ধিতে,
থাকবে সবাই হাসি আর আনন্দতে।
তুমি আমার জীবন-মরণ, আমার সাধনা,
তোমার জন্য জীবন দেব করি বাসনা।
আজ দূর থেকে ভাবছি বসে বসে,
কি করে ফিরবো আমার গাঁ’য়ে অবশেষে!!!..