যুগান্তর স্বজন সমাবেশের বইপড়া উৎসবে বক্তারা ॥ মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার আলো হয়ে পথ দেখাবে

59

Boipora Pic 26-04-15সিলেটে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত সপ্তম বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার আলো হয়ে পথ দেখাবে আগামী দিনগুলোতে। বাঙালির দ্রোহ আর সংগ্রামের এ আখ্যানকে বিকৃতির তমসা থেকে আবিষ্কারের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মেরই। বক্তারা বলেন, বই কখনো প্রতারণা করে না। আর মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করা বইগুলো আমাদের যুগ-যুগান্তরের সম্পদ। তরুণ প্রজন্মের ইতিহাস অনুসন্ধিৎসুদের উদ্দেশ্যে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বোৎকৃষ্ট সম্পদ। আজকের শিক্ষার্থীদের সেই সম্পদ আহরণ করে জ্ঞান-প্রজ্ঞায় নিজেদেরকে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা, সকল অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বক্তারা মুক্তিবুদ্ধি ও মুক্তচর্চার মাধ্যমে সমাজের সকল অসংগতি দূরীকরণের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলা আজ এগিয়ে যাচ্ছে দুরন্তভাবে। ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতি, সকল ক্ষেত্রেই আমাদের অর্জন আজ ঈর্ষণীয়। বাঙালির এই এগিয়ে যাওয়া একাত্তরেরই সংগ্রামী চেতনার ফসল। আর এই স্বপ্নের মূলে ছিল তারুণ্যের দীপ্ত শপথ। তারুণ্যের দীপ্ত হুংকারে বার বার ভেঙ্গেছে সকল শৃঙ্খলতা।
গতকাল রবিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, শাবিপ্রবির ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, যুগান্তর সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ ও আকিকুর রহমান চৌধুরী শিপু। স্বজন মবরুর আহমদ সাজুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী কাবুল ও স্বজন সুমন রায়। অতিথির বক্তব্যে সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, এ দেশ কারো দান কিংবা করুণায় পাওয়া নয়। বাঙালির তাজা রক্তে পাওয়া। নতুন প্রজন্ম হচ্ছে সেই সংগ্রামী জাতির উত্তরসূরী। তাদেরকেও জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে। সাবেক এমপি জেবুন্নেছা হক বলেন, উৎসব করে বইপড়ার এ আয়োজন এক দৃষ্টান্তমূলক ঘটনা। অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় বলেন, ইতিহাস সত্য মিথ্যা হতে পারে না। মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারীরা দেশের শত্র“। আজ সময় এসেছে তরুণদের সেই অপশক্তি আর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। বিজ্ঞপ্তি