তালামীযের মোবারক র‌্যালী আজ

40

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি সিলেট, আজ শনিবার সিলেট নগরীতে মোবারক র‌্যালী বের করবে। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডি. ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১১টায় জমায়েত হয়ে হাজী নওয়াব আলী জামে মসজিদ কমপ্লেক্সে র‌্যালী পূর্ববর্তী আলোচনা সভার পর বা’দ জোহর র‌্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালীকে সুন্দর ও স্বার্থক করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যালী বাস্তবায়ন কমিটি। আয়োজকরা র‌্যালীতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন। র‌্যালীতে নেতৃত্ব দেবেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র সুযোগ্য ছাহেবজাদাগণ। এদিকে র‌্যালীকে সফল করতে গতকাল সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে গতকাল বিকেলে সিলেট নগরীতে ট্রাক যোগে প্রচার মিছিল করেছে র‌্যালী বাস্তবায়ন কমিটি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কালে সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। র‌্যালীকে সফল করতে র‌্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তফা হাসান গীলমান ও সদস্য সচিব হুমায়ূনুর রহমান লেখন সর্বস্তরের আশিকে রাসূল ও ছাত্র জনতার উপস্থিতি কামনা করে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি