কবিতা আর লিখব না

23

আবু আফজাল সালেহ

কবিতা আর লিখব না!
কবিতা লিখতে বোলো না আমায়।
মানচিত্র ছিঁড়ে খেতে চায় শকুনেরা!
দেশপ্রেম নেই আজ; শুধুই কাগজে-কলমে।
নিজ স্বার্থের কাছে বিকিয়েছি তা!

কবিতার শব্দগুলো আসে না এখন
বিমুখ কবিতাগুলো দলছুট হরিণের ন্যায়।
আমরা সবাই রঙিন চশমা পরে-
তাই কবিতার শব্দগুলো আসে না ঠিকমতো।
কবিতাগুলো চিল্লিয়ে বলে- ওহে কবি
রঙিন চশমা খুলে রাখুন-
নাহলে আমি পালালাম।