বাংলাদেশ ব্যাংক সিলেট এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন বলেছেন, প্রশিক্ষণ জ্ঞান অর্জনের একটি মুখ্য মাধ্যম। প্রশিক্ষণ চলাকালীন সময়কে যথাযথ কাজে লাগিয়ে জ্ঞান আরোহন করতে হবে। সুন্দর ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। গতকাল বাংলাদেশ ব্যাংকে ”ক্রেডিট এপ্রাইজাল ম্যানেজমেন্ট” শীর্ষক ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক সিলেট এর সম্মেলন কক্ষে সিলেট বিভাগে বিভিন্ন ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইনষ্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট এর ফ্যাকাল্টি মেম্বার শেখ নাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বি, আই, বি, এম এর সহকারী অধ্যাপক অতুল চন্দ্র পন্ডিত বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ মহাব্যবস্থাপক জুলফিকার মসুদ চৌধুরী,উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন,উপ মহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়,উপ মহাব্যবস্থাপক সৈয়দ তৈয়বুর রহমান প্রমুখ।বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর পরিচালনায় অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা মো: নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি