বিরোধী দলীয় হুইপ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে আমার রাজনীতি শুরু, তার অনুপ্রেরণায় এবং আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল – আজকে আমি সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ। আমি আপনাদের কাছে ঋণী।
তিনি আরোও বলেন, চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে বলছি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করার ক্ষমতা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির নেই। যারা পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মধ্যে বিরোধ বলে পার্টিতে বিভাজন করছে তারা জাতীয় পার্টির শত্র“ এবং অন্যদলের এজেন্ডা বাস্তবায়ন করার পাঁয়তারা করছে। তিনি আরোও বলেন, কাজী জাফর পার্টি ও বিএনপিতে চলে যাওয়া সুবিধাভোগীদেরকে দিয়ে যারা জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে দলীয় শৃংখলা ভঙ্গের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্রসমাজসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী সফর উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহামম্মদ মজির উদ্দিন চাকলাদার, আব্দুস শহীদ লশকর বশীর, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জেলা ছাত্র সমাজের আহবায়ক বেলাল আহমদ, যুগ্ম-আহবায়ক আবুল কালাম, হাছান আহমদ। আরোও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলকাছ আলী চেয়ারম্যান, আতাউর রহমান চুনু, আব্দুল আহাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্বাছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, বিয়ানীবাজার পৌর জাপার সভাপতি আব্দুর রাজ্জাক, চারখাই ইউপি সভাপতি মামুন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাখন, আলীনগর ইউপি সভাপতি সামছুদ্দিন চৌধুরী ফারুক, লাউতা ইউপি সভাপতি সিদ্দেক আলী, হাবিবুর রহমান, সুফিয়ান আহমদ চৌধুরী, ঝুনু মিয়া, তরমুজ আলী, সুন্দর মিয়া, আতাউর রহমান আতা, বিয়ানীবাজার উপজেলা যুব সংহতির সভাপতি মুহিবুর রহমান খান মুকিত, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, আবুল কালাম খান, আব্দুল ওহাব আহমদ, জয়নুল আহমদ, সিরন আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র সমাজ নেতা কামাল উদ্দিন, মান্না আহমদ, ফুয়াদুজ্জামান, শফিউর রহমান শফি, আলী আকবর, সাদিকুর রহমান, শাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি