গোয়াইনঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

4

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১০ মার্চ) ভোর রাতে প্রায় আধা ঘন্টারও বেশি এই প্রাকৃতিক তাণ্ডব ঘটে। শিলাবৃষ্টির কারণে ইউনিয়নের বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সবজি,আমের মকুল ধানের গাছ নষ্ট হয়েছে বলে জানা গেছে। ধানক্ষেতসহ এদিকে শিলা বৃষ্টির আঘাতে অনেকের বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।
আকস্মিকভাবে শিলাবৃষ্টির পর ইউনিয়নের সেচ পাম্পের জমির ফসল অনেকটা মাটির সঙ্গে মিশে গিয়েছে। তবে ইউনিয়নের ছোট ছোট হাওরের ক্ষেতের ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া যায়নি।
সেচ পাম্প মালিক জয়নাল আবেদীন, সৈয়দ লিয়াকত আলী ওয়ার্ড সদস্য আফতাব আলীর সেচের মাঠের ফসল অনেকটা নষ্ট হয়েছে। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের চালের টিন ফুটো হয়ে গেছে। উড়িয়ে নিয়ে গেছে ঘরের চাল। চালে ফুটো হওয়ার কারণে অনেককে বাজার থেকে নতুন টিন ক্রয় করে আনতে দেখা যায়।
সরেজমিন ঘুরে দেখা যায় নওয়াগাঁও গ্রামের জহুর আলীর ঘর ঝড়ের তাণ্ডবে ঘরের চাল সম্পন্ন উড়িয়ে নিয়ে গেছে। ঘরের শোয়ার মশারি কারেন্টের বাল্ব এবং সৌর বিদ্যুৎ চালের সাথে রয়ে গেছে। সামনের ইকরের বেড়া মাটিতে পোঁতে ফেলেছে। বর্তমানে জহুর আলীর অসহায় পরিবার পাশের ঘরে আশ্রয় নিয়েছে।
বছরের শুরুতেই আচমকা ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টিতে শঙ্কায় আছেন ইউনিয়নের কৃষকেরা।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়নে বৃষ্টি হলেও ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। নন্দীরগাঁও ইউনিয়নে শিলা বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও সেটা সময়ের সাথে পুষিয়ে যাবে। এ নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই।