কানাইঘাটে দু’পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে দিলেন ৮ মৌজা নাগরিক সমন্বয় পরিষদ

15

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার নয়াতালুক গ্রামের কাউন্সিলর মাসুক আহমদ ও তার পুত্র সুহেল আহমদের সাথে মহেষপুর গ্রামের বশির উদ্দিন ও তার পুত্র শামীম উদ্দিনের বিরোধ সামাজিক ভাবে নিষ্পত্তি করা হয়েছে। এ দু’পক্ষের মধ্যে বিরোধের কারনে থানার অভিযোগ ও এলাকায় বিশৃংখলা বিরাজ করলে ৮ মৌজা নাগরিক সমন্বয় পরিষদের সভাপতি মামুন চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ, কোষাধ্যক্ষ বাবুল আহমদ মোহরীর সম্প্রতি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহন করেন। এ আলোকে গত বুধবার কানাইঘাট মহিলা কলেজে নয়াতালুক ও মহেষপুর গ্রামের লোকজনের উপস্থিতিতে মাসুক আহমদ ও বশির উদ্দিনের বিরোধ শান্তিপূর্ণ ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এতে উভয় পক্ষ একমত পোষণ করে ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পর্ক বজায় রেখে এলাকায় চলাফেরার উপর একমত পোষণ করেন। ৮ মৌজার সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সহ সালিশ বিচার কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল হেকিম, আব্দুস সালাম খারই, মাওলানা আব্দুল লতিফ, রফিক আহমদ, বদরুল আমিন, সাহাব উদ্দিন সহ আরো অনেকে।