মহানগর জামায়াতের দোয়া মাহফিল ॥ পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা করে ক্ষমতায় থাকা যায় না

28

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জনগণের সমর্থন ছাড়া গণগ্রেফতার, জুলুম নিপীড়ন, হামলা-মামলা, গুলি ও ক্রসফায়ার চালিয়ে নিরীহ মানুষ হত্যা করে ক্ষমতার মসনদ ধরে রাখা যায় না। রাজনৈতিক প্রতিপক্ষের নিয়মতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করতে পেট্রোল বোমা ছুড়ে নিরীহ জনসাধারণ হত্যার ধ্বংসাত্মক রাজনীতি ক্ষমতাসীনদের অনিবার্য পতন ডেকে আনছে। বিচার বিভাগীয় তদন্তে র মাধ্যমে গুলি, ক্রসফায়ার ও পেট্রোল বোমা মেরে নিরীহ নাগরিক হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলাম বিদ্বেষী আওয়ামী অপশক্তির কবল থেকে দেশ ও জাতির মুক্তির জন্য আন্দোলনের পাশাপাশি আল্লাহর কাছে মোনাজাত করতে হবে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে দেশব্যাপী গুলি, ক্রসফায়ার ও সন্ত্রাসীদের ছুড়া পেট্রোল বোমায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। দেশব্যাপী নিহতদের রুহের মাগফেরাত, জাতীয় নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।
মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুল ইসলাম বাবুল, নগর জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, হাফিজ মিফতাহুদ্দীন, ক্বারী আলা উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি