রোটারী ক্লাবের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ডা. মঞ্জুরুল হক চৌধুরী বলেছেন, বিশ^ব্যাপী রোটারিয়ানরা মানুষের সেবায় কাজ করছেন। বিশেষ করে টিআরএফ ফাউন্ডেশন বিশে^র বিভিন্ন রোটারী ক্লাবের সাথে সমন্বয়ের মাধ্যমে ফাউন্ডেশন থেকে সহযোগিতা করে সমাজের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। পোলিও মুক্তবিশ^ গঠনে রোটারির এ কার্যক্রম বিশ^ব্যাপী প্রশংসিত। তিনি টিআরএফ ফাউন্ডেশন সম্মিলিতভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে এরই ধারাবাহিকতা বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ উন্নয়নে এগিয়ে আসার জন্য রোটারিয়ানদের প্রতি আহবান জানান। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর উদ্যোগে আয়োজিত টিআরএফ সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর উদ্যোগে গত মঙ্গলবার নগরীর একটি হোটেলে এ টিআরএফ সেমিনার অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. রুহুল আলম আরএফএসএম-এর সভাপতিত্বে ও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নজরুল ইসলাম পিএইচএফ-এর পরিচালনায় সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এমপিএইচএফ, বিএমডি ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর সহিদ আহমদ চৌধুরী পিএইচএফ। ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. তৈয়বুর রহমান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যাফটেনেন্ট গভর্ণর প্রফেসর মীর মাহবুবুল আলম সুরমা জোন, এস্যাইন এসিসট্যান্ট গভর্ণর মো: ইয়কুতুল গনি ওসমানী, পাস্ট প্রেসিডেন্ট মো. নুরুল হক সোহেল। রোটারী ইনভোকেশন পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুকিত। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের বরণ করেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মুহিবুর রহমান আরএফএসএম, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এমদাদ হোসেন আরএফএসএম, পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর রোটারিয়ান সাব্বির আহমদ। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউল হক এমপিএইচএফ। বিজ্ঞপ্তি