মো.শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় এনজিও সংস্থা ব্র্যাক কর্মচারী আহত হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
জানা গেছে, ৬ আগষ্ট সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে স্থানীয় কচুরকান্দি গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে হোসেন আহমদ প্রকাশ্যে এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী রেজাউল করিমের (৪৫) উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় স্থানীয় জনতা আহত ব্র্যাক কর্মচারী রেজাউল করিমকে সন্ত্রাসীর কবল থেকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহত রেজাউল করিম শেরপুর জেলার চর্ম মধুয়া থানার চর্ম মধুয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ ব্রাঞ্চ অফিসে মাঠকর্মী হিসেবে চাকুরি করে আসছেন।
এ ব্যাপারে এনজিও সংস্থা ব্র্যাক রসুলগঞ্জ ব্রাঞ্চের ব্যবস্থাপক শরীফ মিয়া বাদী হয়ে হামলাকারী সন্ত্রাসী হোসেন আহমদকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আহত ব্র্যাক কর্মচারী রেজাউল করিম বলেন, হামলাকারী সন্ত্রাসী হোসেন আহমদ আমাকে মারপিট করে আমার সাথে থাকা ব্র্যাক অফিসের নগদ ২৫ হাজার ৩শ টাকা ছিনিয়ে নিয়ে যায়।