জালাল আহমেদ জয়
আঁকাবাঁকা মেটো পথে
সবুজ মায়ার সাথে,
আঁকা বাংলার হাটে
চিরচেনা গ্রামের ওই ঘাটে।
রাখালে দৌড়ায় গরু নিয়ে
কৃষাণী আসে আল বেয়ে,
ধানের খেতে সোনালি আবেশে
প্রাণ জুড়ায়
অধরা বিকাল শেষে।
মাঝি চালায়
গানের সুরে নৌকা
কাক ডেকে যায় কা কা ,
বর্ষার জলে সাঁতার কাটে
ওই গ্রামের খোকা খুকি
যাবে না আজকে হাটে
মূষল ধারাতে
গাছে গাছে ভরে গেছে পাড়া
বাংলার বুকে পড়ে গেলো সাড়া,
উঠান ভরা ধান
আর পুকুর ভরা মাছ,
এ যেনো বাংলা রূপের সাজ।