সৌমেন কুমার
ওরে নেরে কাজ গুছিয়ে
যেতে হবে সন্ধ্যা হলে,
সোনালী সকাল তো এখন
তাই তো চলিস গায়ের বলে।
দেখছিস ঘন অমানিশা
আসছে দিতে হানা সামনে,
আছিস বলে সুখ সাগরে
খেলিসনে খেলা আনমনে।
জীবনে তোর আসছে ভাটা
পাল্টে যাবে বেশ আর ভূষা,
যাসনে আর অপকর্মতে
হোসনে শান্তি সর্বনাশা।
পুণ্য কর না, কর না পুণ্য
তাতে শান্তি পরকালে,
ওরে নেরে কাজ গুছিয়ে
যেতে হবে সন্ধ্যা হলে।