আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে দিরাইয়ে যুব লীগের প্রচার মিছিল

26

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচার মিছিল করেছে দিরাই উপজেলা ও পৌর যুব লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা যুব লীগের আহবায়ক রঞ্জন রায় ও পৌর যুব লীগের সভাপতি এনামুল হক তালুকদারের নেতৃত্বে মিছিলটি স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামন থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল হক মিয়া, আনোয়ার রেজা চৌধুরী ওদুদ, একরার মিয়া, মকসদ মিয়া, জুয়েল মিয়া, রায়হান মিয়া, সবুজ মিয়া প্রমুখ।