সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, এই নির্বাচন আমার জীবনে শেষ নির্বাচন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর সুখে দুখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তবে কোনো নির্বাচনে ভোটের জন্য আর আপনাদের কাছে আসবো না। হয়তো কোনো সামাজিক অনুষ্ঠানে আর দেখা হবে। তিনি বলেন, আমি এই অঞ্চলের মানুষের জন্য যা করেছি তা বিবেচনার দায়িত্ব আপনাদের। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে এই অঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ অবস্থা থেকে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জকে উত্তরনের চেষ্টা করেছি। দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন করে দিয়েছি। ফেঞ্চুগঞ্জের ইলাশপুরের ঢালায় সেতু নির্মাণ করে দিয়েছি। নারী শিক্ষার উন্নয়নে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ নির্মাণ করেছি। এছাড়াও দক্ষিণ সুরমার ফেঞ্চগঞ্জের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে আমার উন্নয়নের চাপ রয়েছে। এসব বিবেচনা করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার মটর গাড়ি মার্কায় ভোট দিন। ইনশাআল্লাহ নিজের জন্য নয়, সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব। তিনি প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এর রুহের মাগফিরাত কামনা করে বলেন, তার অসম্পূর্ণ সব কাজ সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার ও নির্বচন কমিশনের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার দাউদপুরে সর্বশেষ নির্বচনী সভায় বক্তিতাকালে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুবসমাজ এবং বিশিষ্টজনরা এই সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি