স্টাফ রিপোর্টার:
পরিবেশ অধিদপ্তরের অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন এলাকা থেকে ২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার মধ্য বাজারের বিভিন্ন দোকান, গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে সিলেট পরিবেশ অধিদপ্তর। এসময় ৪টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘনের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানকালে সার্বিক সহায়তা প্রদান করেন, আনসার ব্যটালিয়ন এর সঙ্গীয় ফোর্স।
এ সময় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বনানী দাস, গবেষণাগার সহকারী মোহাম্মদ শাহাদাৎ হোসাইন, নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।