প্রতারণার নতুন কৌশল ॥ দক্ষিণ সুরমায় যুবতীসহ দুই ভুয়া সাংবাদিক আটক

58

sylhet photo 2স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে গতকাল বুধবার ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আটককৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ নিজতলা গ্রামের মহিউদ্দিন আহমদের পুত্র বেলায়েত হোসেন সবুজ (২৭), একই এলাকার মৃত শিবু চন্দ্র শীলের পুত্র শুভ্র চন্দ্র শীল ও সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিমপুর গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে ফারহানা বেগম (২০)।
কলেজের অধ্যক্ষ মোঃ ছাইদুর রহমান জানান, গতকাল বুধবার দুপুর ২টার দিকে  যোহরের নামাজ পড়ে তিনি টেকনিক্যাল রোডস্থ বাসায় খাবার খেতে বসেন। কড়া নাড়ার শব্দ পেয়ে তিনি দরজা খুলেন। দরজা খোলার পর একটি মেয়ে তার পা জড়িয়ে ধরে বলে-‘স্যার আমাকে বাঁচান আমি এই স্কুলের ছাত্রী। আমাকে ৩/৪টা ছেলে তাড়া করেছে।’ তখন অধ্যক্ষ নিচে নেমে ২জন পিয়নকে ডেকে বিষয়টি দেখতে বলেন। তাৎক্ষণিকভাবে আরো ২জন এসে এই মেয়েটির ছবি তুলে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অধ্যক্ষের কাছে ২৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ওই মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে মর্মে টিভি চ্যানেল ও পত্রিকায় রিপোর্ট করবে বলে হুমকি দেয় অধ্যক্ষকে। এক পর্যায়ে অধ্যক্ষ চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদের তিনজনকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। বিষয়টি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে  গিয়ে ৩ জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। তাদের কাছে ৬টি মোবাইল সেট, ১টি মুভি ক্যামেরা, ১টি সনি মিনি ষ্টীল ক্যামেরা, ২টি মডেম, ২টি পেনড্রাইভ, চ্যানেল সেভেন নামের মনোগ্রামসহ ১টি মাইক্রোফোন পাওয়া যায়। দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাদের কাছ থেকে উদ্ধার করা মালামাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি। ব্ল্যাকমেইলিং এর জন্য তারা ওই বাসায় গিয়েছিল বলে জানান এস আই শফিক।