বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দায়েরকৃত মামলায় তালেব আহমদ গোলাপ (৪৫) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গোলাপ উপজেলার দৌলতপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও চরচন্ডী গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগের দিন রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শাহপুর এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ নিয়ে পেট্রোল বোমার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পেট্রোল বোমার ঘটনায় গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়া রয়েছেন বিশ্বনাথের জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। চলমান আন্দোলনে জামায়াত বিএনপি কর্মসূচি পালনে মাঠে নামতে পারছেনা। অনেকেই গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, গোলাপসহ মোট নয়জনকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ মাহা-সড়কের বিশ্বনাথের শাহপুর এলাকায় ছাতকগামী (সিলেট-ট, ০২-০০৯২) খালি ট্রাকে অবরোধ সমর্থক দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোঁড়ে। এ সময় পেট্রোল বোমার আগুনে দগ্ধ হন ট্রাক চালক হাসান (২৮) ও তার ছোট ভাই গাড়ির হেলপার আল-আমিন (২০)। এ ঘটনায় থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শওকত হোসেন গত ২৪ জানুয়ারি জামায়াত-বিএনপির ৪৪ নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন, (মামলা নং ১৯)।