মো: ছিদ্দিকুর রহমান
শীতের সকালে হিমেল হাওয়ায়
মনটা থাকে তাজা,
মায়ের হাতের পিঠাপুলি
খেতে লাগে মজা।
শীতের সকালে উত্তাল বাতাসে
গাছের পাতা দোলে,
কন কনে শীতে, খেতে মজা
কড়কড়ে ভাত, পুটি মাছের ঝুঁলে
শীতের সকালে, আমার দেশ
দেখতে লাগে বেশ,
নানা প্রকৃতির রঙধনু চোখে
নেইকো তার শেষ।
দলে দলে আসে পাখি
হয়ে সবার অতিথি,
তাই দেখে নয়ন জুড়ায়
মন ভরে দেয় প্রকৃতি।
সারি সারি খেজুর গাছে
বাধা রসের হাড়ি,
শীতের সকালে খেজুর রসে
সবার মনটা নেয় কাড়ি।
শীতের সকালে বিভোর কুয়াশা
বাতাসে আসে ভেসে,
শীতের ভিড়ে জোয়ান বুড়া
আগুন তাপায় বসে।
সবুজ ঘাসে কুয়াশায় জমে
বিন্দু বিন্দু শিশির কণা,
মন ছুঁয়ে যায় তাই দেখে,
হলুদ বর্ণে শরিষা ফুলে
মাঠ করিল উজালা।