আজমিরীগঞ্জে কালনী নদী থেকে বালু উত্তোলন, চার জনের কারাদন্ড

2

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চার ব্যক্তিকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী এ দণ্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- বড়গুণা জেলার পাতাকাটা গ্রামের কাঞ্চন পরেশের ছেলে রাজা মিয়া (৪৮), মিখোরগঞ্জের ইটনা উপজেলার মাউরা গ্রামের জামাল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৮), মিটামইন উপজেলার নবাবপুর গ্রামের নাসির উদ্দিন মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) এবং একই উপজেলার খুরসি গ্রামের সাইদুর মিয়ার ছেলে বোরহান মিয়া (২০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী জানান- কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুট্টো মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কালনী-কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা বৃহস্পতিবার সন্ধ্যায় কালনী-কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃত চারজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ।