দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে চিলাই নদীতে ব্রীজের দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে চিলাই নদীর উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা ও বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ পেকপাড়া গ্রামের অংশে ব্রীজের দাবিতে স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ওই নদীতে ব্রীজ না থাকায় দুই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের মানুষের ভোগান্তির অন্ত নেই। বর্ষায় কলাগাছের বেলা ও শুষ্ক মৌসুমে দীর্ঘ প্রস্থ ওই নদীতে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। প্রতিনিয়ত স্কুল-মাদরাসার ও কলেজের কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হতে হয়।
বিভিন্ন গ্রামের শিক্ষার্থী অভিভাবকরা জানান, বর্ষা মৌসুমে নদীতে প্রচন্ড স্রোতে এই অঞ্চলের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। শিক্ষার্থীরা স্কুল মাদরাসায় যেতে পারেনা। আর এখন বাঁশের সাঁকোয় চরম ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।
ইদু কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, এভাবে নদী পার হতে গিয়ে প্রায় দুর্ঘটনায় পড়তে হয়। আমরা এই নদীতে ব্রীজ চাই।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিয়া হোসন, আব্দুল বারেক, ডা: সামছুল হক, মফিজ উদ্দিন, শিক্ষার্থী অভিভাবক ওমর আলী, আব্দুল হান্নান, সিরাজ মিয়া, আব্দুল কাদির, ছায়েমা বেগম, কলছুমা বিবি, আশরাফুন নেছা, আব্দুল হাসিম, শিক্ষার্থী মহি উদ্দিন, ফরহাদ মিয়া, সুমাইয়া আক্তার পলি, নাজমুল হাসান, আতিকুল ইসলাম, রাসেল মিয়া প্রমুখ।