রওনক বিনতে মুনীব প্রীতি :
ঘাটে নোঙর করা সাম্পান ;
হঠাৎ কালবৈশাখী ঝড়,
ছিড়ে যায় বন্ধন-
বাতাস আর স্রোতের সাথে একাত্মতা,
মাঝ নদীতে এদিক সেদিক ঘুরছে-
গা ঘেঁষে মাছেরা সাতার কাটছে,
গাঙচিলের ঝাঁক এসে পড়েছে গলুইয়ে…
তা-বে ছিদ্র হয়ে গেছে তলা;
সাম্পানটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে সকল অস্তিত্ব…