আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, এ দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। আওয়ামী লীগই এ দেশের গণমানুষের আশা আকাক্সক্ষা বাস্তবায়নের শেষ ভরসাস্থল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বিদ্যুৎউৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন সাধন হয়েছে, তথ্য প্রযুক্তিতে অভাবনীয় উন্নয়ন হয়েছে। দেশের মানুষ হরতাল, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও চায় না। তারা শান্তিতে বসবাস করতে চায়। বিএনপি-জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছোবহান আকঞ্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মহিলা সাংসদ শাহানা রব্বানী, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শামীম, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সুবীর তালুকদার বাপটু, কল্লোল তালুকদার, আলী মোতোর্জা, নূরুল আমিন, অমল কর, শফিকুল ইসলাম, বাচ্চু রায়, রফিকুল ইসলাম, সুজন ইসলাম,উওম পুরকায়স্থ, শাহিন রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি