গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্দরবাজারস্থ একটি রেষ্টুরেন্টে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ করে বলা হয় এই গণদাবীকে সরকার যদি অনুধাবন না করতে পারেন তাহলে পরিণাম শুভ হবে না।
সভায় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গণশুনানীর আয়োজনকে লোক দেখানো বলে উল্লেখ করা হয়। দুর্নীতি ও লুটপাটকারীদের ব্যাপারে কোন প্রতিকার না নিয়ে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণের জন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো। সভায় গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে স্থগিতকরণ ও ত্র“টিপূর্ণ বিদ্যুৎ মিটার ও ভৌতিক বিল নিয়ে দুর্নীতি বন্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর সিলেট কোর্ট পয়েন্টে বিকেল ৩ টায় এক গণসমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত এই নির্দলীয় গণসমাবেশকে সফল করে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট গ্রাহকগণ নিজ নিজ উদ্যোগে পাড়া-মহল্লায় পথসভা ও মতবিনিময় করার জন্য গ্রাহকগণের প্রতি সভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মোবাইল নাম্বার ০১৭১১৯২৩৩৭৩, ০১৭১১০২৪১৩৬ এ নাম্বারগুলোর সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।
পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লেঃ কর্ণেল (অব.) অধ্যক্ষ আতাউর রহমান পীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল মালিক চৌধুরী এডভোকেট, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মকসুদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আখলাক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, আব্দুল মান্নান পুতুল, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আবুল হোসাইন চতুলী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, শ্রমিক নেতা ইউনুছ মিয়া, তারেক আহমদ বিলাস, এম. বরকত আলী, বদরুল হোসেন খান কামরান, ডা: অরুণ কুমার দেব, মীর আব্দুল করিম, রুস্তম আলম কুদ্দুছ প্রমুখ। বিজ্ঞপ্তি