কালিঘাট ও আম্বরখানায় ৬টি ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

7

স্টাফ রিপোর্টার

নগরীর কালিঘাট ও আম্বরখানা এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ডিম, তেল, পেয়াজ ও বয়লার মুরগীসহ বিভিন্নি নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠান থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ। এ সময় আইন শৃংখলা বাহীনীর একটি টিম তার সাথে ছিলো।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মুল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৬টি ব্যবসা-প্রতিষ্ঠান থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এরকম অভিযান নিয়মিত চলবে।