প্রাক্তন মেয়র পদপ্রার্থী ড. কাজী কামাল আহমদ সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় পানির মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃৃতিতে তিনি বলেন, করোনাকালীন দুর্যোগের কঠিন সময়ে পানির মূল্য বৃদ্ধি একটি অবাস্তব ও অমানবিক পদক্ষেপ। তিনি বলেন পানির অপর নাম জীবন এ প্রবাদটি সবার জানা থাকলেও কার্যক্ষেত্রে এর বাস্তব প্রতিফলনে অবজ্ঞা ও অবহেলা করে থাকেন। অবিলম্বে জনস্বার্থে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তিনি সিসিক মেয়র ও কাউন্সিলরগণের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি