অনলাইনের মাধ্যমে সিসিকের বিল্ডিং নকশা অনুমোদন করা হবে – মেয়র আরিফুল হক চৌধুরী

53

Bnbc pic copyসিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ে আমাদের শহরগুলোতে বিল্ডিং কোড মানা হচ্ছে না। প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন কারণে তা প্রয়োগে ভবন মালিকদের বাধ্যতামূলক করা যাচ্ছেনা। তবে আমরা দ্রুত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় অনলাইনের মাধ্যমে বিল্ডিং নকশা অনুমোদন কার্যক্রম চালু করবো। তখন বাড়ির মালিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিল্ডিং নকশা অনুমোদন করতে পারবেন। দেশব্যাপী বিল্ডিং কোডের সফল প্রয়োগ নিশ্চিতের লক্ষ্যে হাউজিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে এবং নারী কনসোর্টিয়াম এর সহযোগিতায় বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড(বিএনবিসি) এর প্রয়োগ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পিইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেকের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আব্দুস সালামের পরিচালনায়  কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবি সিলেট কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মুস্তাফা শাহরিয়ার, অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম অফিসার এমবি আকতার। বিজ্ঞপ্তি