জালালাবাদ থানার ওপেন হাউজ ডে’তে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্ল¬াহ বলেছেন কমিউনিটি পুলিশিং কমিটি ও জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস বিরোধী জনসচেতনতা গড়ে তুলি তাহলে পাড়ায় মহল্লায় চুরি ছিনতাই, ডাকাতি ও মাদকসহ সকল অপকর্ম থেকে কিছুটা রক্ষা পাওয়া সম্ভব। আগামী শীতকালে বেশী ভাগ চুরি ডাকাতি ঘটনা ঘটে এ ব্যাপারে প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে পাহারাদার গঠন করা হউক এবং পাহাদারের পাশাপাশি পুলিশের সর্বাধিক সহযোগিতা করে যাবে। আসুন পুলিশের পাশাপাশি প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সন্ত্রাস বিরোধী জনসচেতনতা গড়ে তোলার আহবান জানিয়ে গতকাল শনিবার বিকাল ৫টায় জালালাবাদ থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের সভাপতিত্বে ও ওসি তদন্ত সুহেল আহমদ ও এস আই মো: জাকির হোসেন এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসি রাজন কুমার দাস, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং প্রধান উপদেষ্টা মো: ফজলুর রহমান, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি মো: মকবুল হোসেন খান, সেক্রেটারী সুদীপ দেব, হাটখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যার মোসাহিদ আলী, ৬নং টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়াম্যান আব্দুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি