করি সবাই পণ :
সমাজ মাঝে অন্যায়-কারী
বাড়ছে অনেক বেশ।
অন্যায়ের সব বেড়া জালে
ন্যায় নীতিটা শেষ।
অন্যায়-কারী পার পেয়ে যায়
বলার মানুষ নাই
প্রতিবাদটি করতে হবে
শাস্তি এদের চাই।
অন্যায়ের সব বিরুদ্ধে আজ
ঐক্য গড়ো তাই
সবাই মিলে সুস্থ সমাজ
গড়বো মোরা ভাই।
ন্যায়ের পক্ষে লড়বো মোরা
করি আজকে পণ।
অন্যায়-কারী হয়ে থাকে
যদিও আপন জন।
সাহস নিয়ে রুখে দাঁড়াও
পেয়ো না কেউ ভয়,
সমাজ থেকে অন্যায়-কারী
করতে হবে ক্ষয়।