সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য ও সাংবাদিক সহ আহত ৫

13

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছয়হারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব সদস্য সদস্য ৫ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বুরহান মিয়া জানান, দুর্ঘটনায় আহত র‌্যাব সুনামগঞ্জ অঞ্চলের ডিএডি মো. শহীদ সহ মিলন নামের এক সাংবাদিক হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে মিলনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, মোটরসাইকেলযোগে র‌্যাব সদস্য পূর্বদিকে যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনা ধাক্কা দেয়। এতে পাঁচজন আহত হয়।
র‌্যাব- ৯ ক্রাইম প্রিভেনশন জোন (সিপিসি)-৩ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।