‘মুক্তির উল্লাসে যুক্তির উচ্ছ্বাসে মুখরিত হোক আউলিয়ার পুণ্যভূমি’ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে সিলেটে ‘৪র্থ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে প্রায় ১৫শ’ অংশগ্রহণকারীর স্বত:স্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়ে এই আয়োজন। এই বিতর্ক উৎসবে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, সংসদীয় বিতর্ক, জুটি বিতর্ক, প্লানচেট বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, উদ্বোধন-সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি) এই বিতর্ক উৎসবের আয়োজন করে। গতকাল রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েব।
সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবের কনভেনার ও এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান মোহাম্মদ খলীলুর রহমানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুস শুকুর, জলসিঁড়ি’র ডিরেক্টর কাজী আফতাব উদ্দিন, এনডিএফ বিডি’র সিলেট জেলার কো-অর্ডিনেটর ও ব্ল-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক এমাদ উদ্দিন, এনডিএফ বিডি’র মহাসচিব এডভোকেট তামজিদ হাসান পাপলু, বিভাগীয় বিতর্ক উৎসবের কো-কনভেনার ও এনডিএফ বিডি’র জয়েন্ট সেক্রেটারি আমিনুর রহমান রুহিত, এনডিএফ বিডি’র সুনামগঞ্জ জেলার কো-অর্ডিনেটর ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহবুব হোসাইন এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ইশতিয়াক হোসাইন মুন্সি।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। এই পর্বে এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, জৈন্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, এনডিএফ বিডি’র সিলেট জেলার কো-অর্ডিনেটর ও ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক এমাদ উদ্দিন, এনডিএফ বিডি’র মহাসচিব অ্যাডভোকেট তামজিদ হাসান পাপলু ও এডুকেয়ার একাডেমী মুমিনুল হক। স্বাগত বক্তৃতা করেন সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবের কনভেনার মোহাম্মদ খলীলুর রহমান। উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠান পরিচালনা করেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান এম আলমগীর। বিজ্ঞপ্তি