স্টাফ রিপোর্টার
নগরীতে রমজানের প্রথম দিনই ইফতারসামগ্রীর বাজার জমে উঠেছে। রবিবার দুপুরের থেকে দোকানিরা নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতার উপচেপড়া ভিড় করেছেন পছন্দের ইফতার কেনার জন্য।
তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ইফতারসামগ্রীর ওপরও। বিশেষ করে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের দাম কিছুটা বেড়েছে। তবে পেঁয়াজু, আলুর চপ ও বেগুনির মতো ভাজাপোড়া আইটেমের দাম গতবারের মতোই রয়েছে।
সরেজমিনে দেখা যায়, নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, আখালিয়া ও বন্দরবাজারের বাসিন্দারা ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আম্বরখানা-জিন্দাবাজার ও বন্দরবাজারে এসেছেন পছন্দের ইফতারসামগ্রী কিনতে। তাদের একজন নগরীর লন্ডনী রোড এলাকার বাসিন্দা আব্দুর রশিদ চৌধুরী।
তিনি বলেন, প্রতিবছরই এখানে ইফতারি কিনতে আসি। দাম কিছুটা বেশি হলেও স্বাদের জন্যই আম্বরখানার ইফতারি মিস করি না।
ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে আসা মিজানুর রহমান অভিযোগ করলেন, জিন্দাবাজার এলাকার হোটেলগুলোতে ইফতারির স্বাদ আগের চেয়ে কম। তবে পরিবারের আবদার প্রথম দিনের ইফতারি যেন জিন্দাবাজার থেকে আনা হয়। তাই পছন্দের ইফতারসামগ্রী কিনতে আসছি।
উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ইফতারসামগ্রীর বিভিন্ন পদের দাম বাড়ানো হয়েছে বলে জানালেন বিক্রেতারা। একজন বিক্রেতা বললেন, মাংসসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় আমাদেরও দাম বাড়াতে হয়েছে। তবে ক্রেতারা প্রতিবারের মতোই ইফতারি কিনতে আসছেন। প্রথম দিনে বিক্রির পরিমাণ নিয়ে খুশি বিক্রেতারা। সামনের দিনগুলোয়ও বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।
নগরীর বিভিন্ন রাস্তায়ও ইফতার বাজার বসেছে। রোজার প্রথম দিনে জোহরের নামাজের পর থেকেই বিক্রেতারা বাহারি ইফতারসামগ্রী নিয়ে সেখানে বসেছেন।