যুবদলের বহিস্কৃত নেতা মাধব গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নিয়ে মারধরের অভিযোগে যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জয়দ্বীপ চৌধুরী মাধব নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। রবিবার তাকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকোনা গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরআগে গত শুক্রবার রাতে মাধবের বিরুদ্ধে চাঁদা না পেয়ে দুই হকারকে তুলে নেওয়ার অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিস্কার করে যুবদল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জয়দীপ চৌধুরী মাধবসহ ৭/৮ জনের বিরুদ্ধে শনিবার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ফুটপাতের ভ্রাম্যমান ব্যবসায়ী কাজল মিয়া। মামলার এজাহারে মাধবসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে জেলা পরিষদের সামনে থেকে অপহরণ এবং এরপর ১৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া ও আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ আনেন কাজল। এই মামলার প্রেক্ষিতে রবিবার মাধবকে গ্রেফতার করা হয়।