গোলাপগঞ্জে পাসের হার ৮১.২৬

6

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সারাদেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার (৩১ মে)
অনলাইনের মাধ্যমে একই সময়ে প্রকাশিত হয়েছে। এবার গোলাপগঞ্জ উপজেলা এসএসসি পরীক্ষায় মোট ৫টি কেন্দ্রে ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৪১৯০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তন্মধ্যে পাস করেছে ৩৪০৫ জন । জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। পাসের হার ৮১.২৬ শতাংশ । এদিকে ভকেশনালে ১টি কেন্দ্রে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তন্মধ্যে পাস করেছে ৩৪ জন। পাসের হার ৯৭.১৪ শতাংশ।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আমাদের কাক্সিক্ষত ফলাফল হয়েছে। গত বছরের তুলনায় এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। আগামীতে আরো ভালো ফলাফল হবে বলে আমরা আশাবাদী।
শুধুমাত্র উপজেলার এলবি গ্রিণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করেছে এবং ১২টি জিপিএ- ৫ পয়েছে। ১৭টি জপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে গোলাপগঞ্জ সরকরী এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য গত বছর মোট পরীক্ষার্থী ছিল ৩৯৪০ জন, পাসের হার ছিল ৬৪.৫৭% এবং মোট জিপিএ-৫ ছিল ৫৬টি।