শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিস নভেম্বর ২০২১ মাসে জৈন্তাপুর উপজেলায় লোকসঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করে। উক্ত অনুষ্ঠান সমূহে ১০টি জীবন তথ্য, করোনা ভাইরাস সংক্রমণরোধে করণীয়, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, এবং মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সন্ত্রাস বিরোধী বার্তা প্রদান করা হয়। প্রচারণামূলক এসব অনুষ্ঠানে সর্বস্তরের জনতার অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন এ ধরনের প্রচারণামূলক অনুষ্ঠান প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে জোরালো ভূমিকা রাখবে। অনুষ্ঠান সমূহের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা.) উজ্জ্বল শীল। বিজ্ঞপ্তি