স্টাফ রিপোর্টার
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর বলেছেন, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থাপন করে বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মোহাম্মদ মকন মিয়া শিক্ষা বিস্তারে যে মহানুভবতার পরিচয় দিয়েছেন তা অনস্বীকার্য। তিনি সর্বমহলে একজন সুপরিচিত ব্যক্তিত্ব।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা করলে দেহ-মন প্রফুল্ল থাকে। তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করে বলেন- আমরা লেখা-পড়ার সময় লেখা-পড়া করেছি আর খেলার সময় খেলেছি কিন্তু এখন শিক্ষার্থীরা সন্ধ্যার সময় লেখা-পড়া ছেড়ে ইনডোর অডিটোরিয়ামে চলে যায়। তিনি আরো বলেন- শিক্ষার্থীরা তোমরা মোবাইলের নেশা থেকে বের হয়ে লেখা-পড়ায় মনোযোগী হতে হবে। তবেই তোমরা আগামীতে উজ্জ্বল আলোয় আলোকিত হবে। এ বিষয়ে অভিভাবকগণ সন্তানদের প্রতি নজর রাখতে হবে।
বুধবার (১৯ ফেব্রæয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার কামালগঞ্জস্থ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুহেল আহমদ পাটোয়ারী ও মো. কামরুজ্জামান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন খান, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্বনাথ রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহিদ (সারো)।
এ সময় মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. তাজুল ইসলাম, মোল্লা মাহমুদ হানিফ, আব্দুল মতিন চৌধুরী (আহবায়ক), নজরুল ইসলাম, সফওয়ান শাহীর, আসাদুজ্জামান, রুমা তালুকদার, সহকারী শিক্ষিকা রেহানা পারভীন মুক্তা, হেলেনা আক্তার, খালেদা বেগম লাকী ও খন্ডকালীন শিক্ষক শাওন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স্কুল ও কলেজ মাঠে ছাত্রদের ফুটবল, ভলিবল, কাবাডি, ৪৮০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, মোরগ লড়াই, ২০০মিটার দৌড়, ছাত্রীদের চেয়ার সেটিং, ভারসাম্য দৌড়, সুঁই সূতা, হ্যান্ডবল, গুণের নামতা, মিউজিক্যাল চেয়ার, বালিশ নিক্ষেপ ও নাটিকাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক চৌধুরী মামুন আকবর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।