বাদলা দিনে

51

নুশরাত রুমু

বনবাদাড়ে বৃষ্টি পড়ে
টাপুর টুপুর সুরে
বর্ষা আবার এসে গেল
বাংলা সনটা ঘুরে।

হাঁসেরা সব নতুন জলে
সাঁতরে আত্মহারা
কদম- কেয়া ফুটলে সুবাস
করবে মাতোয়ারা।

চাঁদের বাড়ি খিল পড়েছে
চাবি মেঘের কাছে
সাদা কাপড় প্যাঁচিয়ে আকাশ
সূর্য কোথায় যাচে।

জনজীবন অলস হলো
পাখির রাজ্যে সাড়া
বাদলা দিনে সজীব তরু
মনকে দিলো নাড়া।