ছাত্র হত্যা মামলার আসামি তাহমিনের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ চেষ্টার অভিযোগ

2

স্টাফ রিপোর্টার

আপন পাঁচ চাচার বিরুদ্ধে বসতঘর এবং পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ করেছেন নগরীর রামেরদিঘীর পাড়, মির্জাজাঙ্গাল এলাকার সালেহ আহমদের মেয়ে ফারহাত শারলিন। একই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চাচা তাহমিন আহমদের প্রভাব এবং ইন্ধনে চাচা সাব্বির আহমদ, সাদেক আহমদ, জুবায়ের আহমদ ও আহসান আহমদ এক জোট হয়ে হামলা, মামলা এবং হুমকি-ধমকিতে জীবন অতিষ্ঠ করে তুলেছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফারহাত শারলিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা যুক্তরাষ্ট্র প্রবাসী সালেহ আহমদ একজন অপেন হার্ট সার্জারীর রোগী। তার বাবা চাচারা ৮ ভাই ও ৫ বোন। ২০০১ সাল থেকে সম্পত্তি নিয়ে চাচা আহসান আহমদ, তাহমিন আহমদ, সাব্বির আহমদ, জুবের আহমদ ও ছাদেক আহমদের সঙ্গে তার পিতা সালেহ আহমদ, অপর চাচা খালেদ আহমদ ও তোফায়েল আহমদের বিরোধ চলে আসছে। অপর ৪ চাচাকে সঙ্গে নিয়ে তাহমিন আহমদ আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তার পিতা এবং আমেরকিা প্রবাসী অপর দুই চাচার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে আসছেন।
ফারহাত শারলিন বলেন, তার পিতা এবং চাচা খালেদ আহমদ ও তোফায়েল আহমদ যৌথ উদ্যোগে নির্মিত তিন তলা বিশিষ্ট পাকা ভবন ও তার সামনের টিনসেডের বাড়ি যেখানে ইয়াংজিং চাইনিজ রেস্টুরেন্ট ছিল ভোগ দখলে করে আসছেন। কিন্তু অপর ৫ চাচা তাদের অংশের সাথে ৫ ফুফুর অংশ এবং ভুয়া দানপত্র দলিল দ্বারা দাদির অংশ যুক্ত করে জমির অপর অংশ দখল করে নেন এবং সেখানে তারা ৮ ফুট উঁচু দেওয়াল দিয়ে নির্ভানা ইন হোটেল নির্মাণ করেন। এই জায়গা আগে আহমদ নার্সারী ও গরুর খামার ছিল। এরপরও চাচা সাব্বির, সাদেক, জুবায়ের, তাহমিদরা একজোট হয়ে অপর চাচা আহসান আহমদকে দিয়ে আমার বাসা দখলের চেষ্টা এবং বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়ে আসছেন। এমনকি আমার ওপর হামলার চেষ্টাও তারা করেছেন।
তিনি অভিযোগ করেন, ফুফাতো ভাই মোফাজ্জল হোসেন পিরু ও চাচা তাহমিন আহমদ তার নিকট চাঁদা দাবি করলে তিনি কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তার অভিযোগ গ্রহন করেনি। উল্টো আহসান আহমদ কোতোয়ালি থানায় আমি ও যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা তোফায়েল আহমদ ও তার কেয়ার টেকার মামুনের বিরুদ্ধে আমাদেরকে হয়রানি করার উদেশ্যে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
পিতা ও চাচা প্রবাসে থাকায় প্রতিপক্ষ তাহমিন আহমদ লালিত সন্ত্রাসী দিয়ে বাসা বাড়ি দখল করে এককভাবে সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করছের বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের চিহ্নিত দোসর এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলাকারী হিসেবে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি তাহমিন আহমদের রোষানল থেকে তিনি এবং তার বাপ চাচার জান-মাল রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন ফারহাত শারলিন।