আল-হেলাল, সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জের ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী ব্রীজের পূর্বে সাচনাবাজার-সুনামগঞ্জ সড়কে এই মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন নিয়োগ প্রত্যাশী মো.সাজিদুর রহমান, তানভীর আহমদ, এমদাদুল হক মিলন, মো.তাজ মাহমুদ, মো.নিজাম উদ্দিন, মো.আরশ মিয়া, ফখরুল ইসলাম ও মখলিছ মিয়াসহ বঞ্চিত প্রার্থী, এলাকাবাসী ও ইসলামগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।
গৌরারং ইউনিয়ন এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তারা ইসলামগঞ্জ কলেজে সম্প্রতি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও নিরাপত্তাকর্মী পদে নিয়োগ প্রদানে সুনির্দিষ্ট অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উত্থাপন করে বলেন, নিয়োগ কমিটি আর্থিক লেনদেনের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় বেড়াজালী গ্রামের রিপন মিয়াকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার ও নিধিরচর গ্রামের মোশাহিদুর রশীদকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ প্রদান করেছে। তারা কথিত নিয়োগ বাতিল না করলে একদিকে আন্দোলন অন্যদিকে আইনী লড়াইয়ে অবতীর্ণ হবেন বলে মানববন্ধনে ঘোষণা দিয়েছেন।